অবতক খবর,২৯ নভেম্বর : পুরাতন মালদার মহিষবাথানি অঞ্চলের মুরালি ঘাট এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ দপ্তরের হাই এক্সটেনশন তার চুরির কান্ডে গ্রেপ্তার ৭। পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে ওই এলাকায় চুরির ঘটনা ঘটেছিল এবং কৃষি জমিতে জল না মেলায় বিপাকে পড়েন পাঁচ হাজার চাষিরা, আরো জানা যায় এলাকার চাষীরা বলেন রাতারাতি কে বা কারা জল সরবরাহের মার্শালের বিদুৎ এর তার কেটে উধাও হয়ে যায় তা বোঝা যায় না। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়াই এবং ঘটনার পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ দপ্তরে দ্বারস্ত হন ওই এলাকার চাষীরা।এছাড়াও বিদ্যুৎ দপ্তর ঘটনার পরিপ্রেক্ষিতে মালদহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে চাষীরা। লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে মালদহ থানার পুলিশ।তদন্তে কালিয়াচকের সুজাপুর এলাকার গাইন পাড়ার একটি গোডাউন থেকে চুরি হওয়া ১৪ কুইন্টাল তার উদ্ধার করে পুলিশ। তার সাথে দুটি গাড়ি আটক করে মালদা থানার পুলিশ। মালদা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় ৭ জনকে গোডাউন থেকেই গ্রেফতার করে। এছাড়াও সাত দিনের পুলিশি হেফাজতের নিয়ে জেরা শুরু করে মালদা থানার পুলিশ। ধৃতদের নাম মহিম শেখ, কামরুজ্জামান ওরফে বুলু, নয়ন আলী, বাসোর আলী, এসহিক মোমিন, আতিকুর শেখ, সেকেন্দার সেক, এদের বাড়ি কালিয়াচক থানা এলাকায় বলে জানা গেছে। ১৩৬ বিদ্যুৎ দপ্তরের ধারা অনুসারে মঙ্গলবার পুনরায় জেলা আদালতে পেশ করল মালদা থানার পুলিশ।