অবতক খবর,২৯ নভেম্বর : মধ্যমগ্রামে সোমবার সন্ধ্যে থেকে সুভাষ ময়দানে শুরু হল সপ্তমবর্ষ জেলা খাদি মেলা। এই মেলা চলবে আগামী ১১ই ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত এই মেলা বসবে সুভাষ ময়দানে। এবছর মোট স্টলের সংখ্যা ১৪৪টি। এদিন মঙ্গল দ্বীপ প্রজ্বলনের মাধ্যমে জেলা খাদি মেলার শুভ উদ্বোধন করা হল। এইদিন সন্ধ্যায়, ধামসা মাদলের তালে আদিবাসী নৃত্যের আমেজ ছড়িয়ে পরে সমগ্র মেলা প্রাঙ্গণ জুড়ে, যা এই মেলায় অন্য এক মাত্রা যোগ করে।পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের তরফ থেকে এই মেলার আয়োজন করা হয়। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খাদির নানান বিপনিতে ব্যাবসায়ীরা তাদের বিপুল সম্ভার নিয়ে স্টল সাজান মেলায়।মেলার সাফল্য কামনা করে, এই মেলা থেকেই আগামীতে জেলায় যাতে আরও বেশি করে খাদির আউটলেট বাড়ে, তার চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানান,পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের সভাপতি কল্লোল খাঁ। আলাদা করে কোন রাজ্যের সহায়তায় নয়, আগামী দিনে রাজ্য সরকারের সহায়তায় খাদি ও গ্রামীণ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। বিশেষ করে খাদি ও গ্রামীণ শিল্প পর্যদের মূল লক্ষ্য হলো গ্রামীণ শিল্পকে স্বনির্ভর করে তোলা।পাশাপাশি লকডাউন ও করোনা প্রবাহ কাটিয়ে দেশ এখন অর্থনৈতিক ভাবে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে, তাই ২০২২-সের খাদি মেলায় মানুষের অর্থাৎ ভালো ক্রেতার উপস্থিতি থাকবে বলে মনে করেন পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের মুখ্য নির্বাহী আধিকারিক সুমিতা বাগচী। মধ্যমগ্রাম দিয়ে খাদি মেলা সূচনা হল আজ, আগামীতে অন্যান্য জেলাতে খাদি মেলা অনুষ্ঠিত হবে বলে জানান। খাদি মেলার মধ্য দিয়ে মহিলাদের সামনে দিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং স্বনির্ভর হওয়ার সুযোগ থাকছে। যারা সেভাবে দোকান খুলতে পারছে না, তাদের কাছে বড় একটা সুযোগ থাকছে এই মেলার মধ্য দিয়ে অর্থ উপার্জন করার, পাশাপাশি খাদি শিল্পের সাথে জড়িত মহিলাদের সংখাও পুরুষদের তুলনায় বেশি বলে জানান সুমিতা দেবী।