অবতক খবর,২৯ নভেম্বর : ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটাল-এ চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে কংগ্রেসের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অভিযোগ ইসলামপুর থানার অন্তর্গত গাইসাল ১নং গ্রাম পঞ্চায়েতের কাচনা তাল বস্তি এলাকার সায়রা খাতুন নামে এক প্রসূতি মহিলার গর্ভের সন্তান মারা যায়, তারপরেও ওই মহিলাকে ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে সিজার না করে হাসপাতাল কর্তৃপক্ষ উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করে দেয়, এমনই অভিযোগ উঠে আসে পরিবারের পক্ষ থেকে। এই ঘটনাকে ঘিরেই বুধবার কংগ্রেস দলের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করা হয়। কংগ্রেসের ব্লক সভাপতি সাদিকুল ইসলাম অভিযোগ করে বলেন, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালের কর্তৃপক্ষরা কথায় কথায় শুধু বাইরে রেফার করে দেয় রোগীদের। আজ ঠিক এইরকমই একটি কান্ড ঘটে, এক প্রসূতি মহিলার সন্তান মারা যাওয়ার পরেও তাকে সিজার না করে রেফার করে দেওয়া হয়েছে বাইরে। গরিব পরিবারদের চিকিৎসা না দিয়ে তাদের বাইরে রেফার করে দেওয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। ডাক্তার সাদিকুল ইসলাম দাবি করেন, ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা ও ম্যানেজমেন্ট ভালো না করলে আগামীতে আরো বৃহৎ আন্দোলনের সম্মুখীন হতে হবে তাদের। অথচ এই বিষয়ের উপর ইসলামপুর সুপার স্পেশালিটি হাসপাতাল সুপারের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।