অবতক খবর , রাজীব মুখার্জী ,হাওড়া :- আজ দুপুরে বারোটা পঞ্চাশ মিনিট নাগাদ গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। কুটি ঘাট থেকে বেলুরমঠ আসার পথে ১২ নম্বর লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ মারার ঘটনা।

পুলিশ সূত্রের খবর ওই লঞ্চে অন্যান্য যাত্রীদের মধ্যে ছিলেন বিশ্বজিৎ দাস ( ৪৭ )। তার বাড়ি কলকাতার হরিদেবপুরে কালিপুর কাচা রোডে। তিনি গার্ডেনরিচ শিপ বিল্ডার্সের চুক্তিভিত্তিক কর্মী ছিলেন বলেই জানা যাচ্ছে। তার চুক্তির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে সে ওই সংস্থায় পুনরায় চেষ্টা করে কাজের জন্য।

কিন্তু সেখানে কাজ না পেয়ে মানসিক অবসাদে ভুগছিলেন বলে পরিবার সূত্রে খবর। তাকে লঞ্চ থেকে ঝাঁপ মারতে দেখে তারপর ওই লঞ্চের পাশে থাকা ১৫ নম্বর লঞ্চ থেকে দুজনে ঝাঁপ দেয় তাকে বাঁচানোর জন্য।

কিছুক্ষনের মধ্যে তাকে জল থেকে উদ্ধার করে আনে ওই দুজন। পুলিশ সূত্র মারফৎ জানা যাচ্ছে ওই দুই ব্যক্তির নাম শেখর বার ও নিমাই চাঁদ কর।

তাকে চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে পাঠানো হয়েছে। তার বাড়িতে খবর পাঠানো হলে তার বাড়ির লোকজন বালি থানায় ছুটে আসেন। বালি থানার পক্ষ থেকে শেখর ও নিমাইকে পুরস্কৃত করা হয় তাদের সাহসিকতার জন্য।