অবতক খবর,১০ ফেব্রুয়ারি: দু’মাস আগে হুগলির ধনেখালির বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় বছর ১৬-র মানসিক ভারসাম্যহীন আদিবাসী এক কিশোরী। গত রবিবার বীজপুর থানার পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে। এরপরেই কিশোরীর পরিবারের খোঁজ করা হয়। অবশেষে কিশোরীর এক পিসতুতো দাদা মঙ্গলবার থানায় আসেন এবং কিশোরীকে চিহ্নিত করেন। ওই কিশোরীও দাদাকে পেয়ে খুব খুশি। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দাদার হাতে বোনকে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, ওই কিশোরীকে উদ্ধার করার পরেই বীজপুর থানার পুলিশ তার অত্যন্ত যত্ন নেন। বীজপুর থানার ভারপ্রাপ্ত আইসি ত্রিগুণা রায় ও সাব-ইন্সপেক্টর সুমন নন্দী নিজে ওই কিশোরীর যা যা প্রয়োজন তার দেখভাল করেন। ঘরের মেয়েকে ঘরে ফিরিয়ে দিতে পেরে তারাও খুব খুশি। এর আগেও বীজপুর থানার পুলিশ বহু মানুষকে তাদের ঘরে ফিরিয়েছেন। তাদের এই কর্মকান্ডের জন্য বীজপুরবাসী তাদের ভূয়শী প্রশংসা করেছেন।