অবতক খবর :: হক জাফর ইমাম :: মালদহ ::     মানবিক উদ্যোগ দেখা গেল মালদা শহরের হায়দারপুর মিতালী সংঘের। লক ডাউনে গৃহবন্দী ১৯ নম্বর ওয়ার্ডের মহলদারপাড়া, মীরচক, বিবেকানন্দপল্লী, ঘোষপাড় এবং রামকৃষ্ণপল্লী এলাকার ২ হাজার প্রান্তিক পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রতিটি পরিবারের জন্য এই খাদ্যসামগ্রীর তালিকায় ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ২ কেজি পেঁয়াজ ও লবনের প্যাকেট।

ক্লাব সম্পাদক নুর ইসলাম জানান, রাজনৈতিক নেতারা গরীব মানুষের জন্য যে পরিমান খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন তা নিতান্তই কম। লকডাউনের ফলে বহু দিন আনি দিন খাই পরিবারের মানুষ আর্থিক অনটনে ভুগছেন। বাড়িতে মজুত খাদ্য সামগ্রীও শেষের দিকে। এই সময় তাদের পাশে দাঁড়ানোয় আমাদের লক্ষ্য।

তারা আজ ১৯ নম্বর ওয়ার্ডকে বেছে নিয়েছি কারন এই এলাকায় রিক্সা চালক, টোটো চালক, সাটারিং মিস্ত্রি, রাজমিস্ত্রি, দরজির পেশায় লিপ্ত। তারা ১০ দিন ধরে বেকার। আমাদের ক্লাব সংগঠন তাদের পশে দাঁড়িয়েছে। অন্য ক্লাবগুলিকেও আমরা বলবো তারা যেন এভাবে মানুষের পাশে দাঁড়ায়।