ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার জন্য প্রায় ২০০ জন লোক বেছে নিলো নদী পথ

অবতক খবর :: আসানসোল ::    সারা দেশে করোনা ভাইরাসের জন্য এখন লকডাউন, বহু সাধারণ মানুষ বিভিন্ন রাজ্যে আটকে পড়েছেন। তাদের মনে এখন একটাই প্রশ্ন কি করে বাড়ি ফিরবে তারা, তাই কেউ পায়ে হেঁটে, কেউ সাইকেল নিয়ে, কেউ মোটর সাইকেল নিয়ে বার হয়ে গেছেন রাস্তায় বাড়ি ফেরত যাবার জন্য।

কিন্তু যখন তাদের বর্ডার এলাকায় আটকে দিচ্ছে প্রশাসন তখন তারা ভাবছে কি করে বাড়ি তারা ফিরবে না রাস্তায় তাদের মরণ হবে।এই চিন্তাভাবনা নিয়ে তাঁরা জিনিসপত্র নিয়ে নদী পার হয়ে বাড়ি যাবার চেষ্টা করছেন।এমনি ঘটনা দেখতে পাওয়া গেলো বুধবার সকালে মাইথন নদীতে।

ঝাড়খণ্ড থেকে পশ্চিমবঙ্গে প্রবেশ করার জন্য প্রায় ২০০ জন লোকজন নদীর রাস্তা বেছে নিচ্ছেন। তাদের বর্ডার এলাকায় যখন পুলিশ আটকে দিচ্ছে তখন তারা জিনিসপত্র নিয়ে নদী পার হবার চেষ্টা করতে লাগলেন