অবতক খবর , মুর্শিদাবাদ :-    ডোমকলের বঘারপুর রমনা থেকে পায়ে হেঁটে ডোমকল হাসপাতালে রওনা দিয়েছিলেন ছ’মাসের শিশুর চিকিৎসা করাতে। লকডাউনের জন্য রাস্তায় বের হয়েছিলেন খুব ক্ষুদ্র সংখ্যক মানুষজন। তবুও আবার খুব জরুরী কাজে। বৃহষ্পতিবার লকডাউনের দিনে বঘারপুর রমনা এলাকার বাসিন্দা রাজেশ মন্ডল তার স্ত্রী সাথে শিশুকে চিকিৎসার জন্য রওনা দিয়েছিলেন হাসপাতালের পথে।

পুলিশের নজরের আসতেই সাথে সাথে পুলিশের গাড়িতে হাসপাতালে পৌছে চিকিৎসার ব্যাবস্থা করেন ডোমকল মহকুমা পুলিশ আধিকারিক ফারুক মহম্মদ চৌধুরী। এই কাজে সাধুবাদ জানিয়েছেন রোগির পরিবার। লকডাউনের দিনে পুলিশের মানবিক মুখ দেখলো ডোমকলবাসী।