অবতক খবর,২৩ নভেম্বর: মাদক তৈরির কারখানার হদিস মিলল বসিরহাটে। উদ্ধার প্রচুর নেশার ওষুধ ফেনসিডিল ,তরল মাদক তৈরির ক্যামিক্যাল ও নকল করার একাধিক মেশিন ও লেবেল ও প্যাকেট। কারখানাটি সিল করল পুলিস। গ্রেফতার এক।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার গভীর রাতে বসিরহাট থানার পুলিস ও বিএসএফ যৌথ অভিযান চালিয়ে বসিরহাট সীমান্তবর্তী দন্ডীরহাট গ্রামে মাদক তৈরীর কারখানা হদিস পায় কারখানা থেকে উদ্ধার হয়। প্রচুর পরিমাণে নেশার তরল মাদক, ৪০ লিটার ফেনসিডিল ৫০০ বেরেল তরল ক্যামিক্যাল মাদক তৈরির একাধিক মেশিন ও সরঞ্জাম।

বাজেয়াপ্ত করে পুলিস। এই কারখানা খুলে নকল ফেনসিডিল ও তরল মাদক তৈরি করার অভিযোগে শাহজাহান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। জেরায় শাজাহান স্বীকার করে আসল ফেনসিডিলের সাথে ক্যামিকেল মিশিয়ে এই ফেনসিডিল গুলো তারা বাংলাদেশ পাচার করত। কারখানাটি সিল করে দেয় পুলিস এই কারবারের সঙ্গে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিস ও বিএসএফ। ধৃতদের বিরুদ্ধে উপযুক্ত আইনে মামলা রুজু করে আজ মঙ্গলবার তোলা হচ্ছে বারাসাত আদালতে।