অবতক খবর,১১ সেপ্টেম্বর: মমতা ওয়েল ফেয়ার সোসাইটি নামে একটি সংস্থার উদ্যোগে শনিবার হাপতিয়াগছ এলাকায় বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু হল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক হাসান আলী, আকবর আলী প্রমূখ।

এদিন সকালে হাপতিয়াগছ মজার এলাকার অদূরে ১৫০ টি চারা গাছ রোপণ করা হয়।গাছ লাগান সবুজ পরিবেশ গড়ে তুলুন এই স্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ কর্মসূচি শুরু করেছেন চোপড়া ব্লকের মমতা ওয়েল ফেয়ার সোসাইটি।