অবতক খবর,১১ সেপ্টেম্বর: দার্জিলিংয়ে ওষুধ কোম্পানির মিটিংয়ে গিয়ে মৃত্যু হয় চোপড়ার পাগলিগছের এক যুবকের।

শনিবার সকালে এই ঘটনা জানাজানি হতেই শোকের ছায়া নেমে আসে পাগলিগছ গ্রামে। খুন করা হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের। স্থানীয় সূত্রে জানা যায়, চোপড়া থানার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের পাগলিগছের বাসিন্দা ছবিলাল সিংহ। চোপড়া BLRO অফিসে তিনি মহুরির কাজ করতেন। গতকাল সকালে গ্রামের এক ওষুধের দোকানদারের সঙ্গে দার্জিলিংয়ে মিটিং আছে বলে বাড়ি থেকে বেরিয়ে যান। দার্জিলিঙে পৌঁছে তার কাজ সম্পন্ন করে রাত্রি নটা নাগাদ পরিবারের সঙ্গে কথা বলেন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। শনিবার সকালে দার্জিলিংয়ের সরদার পুলিশ স্টেশনের সদর শাখা থেকে তাদের পরিবারকে ছবি লাল সিং এর মৃত্যুর খবর জানানো হয়। তার মাথার বিভিন্ন জায়গায় ক্ষতের চিহ্ন লক্ষ করা যায়। কিভাবে তার মৃত্যু হলো তার তদন্ত চালাচ্ছে সরদার পুলিশ স্টেশনের পুলিশ। এই খবর শোনা মাত্রই পরিবার সহ পাগলিগছ গ্রামে নেমে আসে শোকের ছায়া। স্ত্রী, এক ছেলে এবং মেয়ের সংসারের একমাত্র উপার্জনের মানুষটির অস্বাভাবিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। থানায় অভিযোগ করবেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।