অবতক খবর,১১ সেপ্টেম্বর,রঘুনাথগঞ্জ: শনিবার দুপুরে রঘুনাথগঞ্জে রাজ্য পশু হাসপাতালে ভয়াবহ আগুন লাগলে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুহূর্তের মধ্যে একটি রেফ্রিজারেটর, কম্পিউটার সহ একাধিক চিকিৎসার সরঞ্জাম পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে বলে জানা যায়। তবে ওই সময় হাসপাতালে কোনো কর্মী বা পশুও পশুপ্রেমী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে দমকলের একটি গাড়ি এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে।
তবে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগে থাকতে পারে বলে দমকল কর্মীদের প্রাথমিক অনুমান। গোটা বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।