অবতক খবর,৩ মে,মধ্যমগ্রাম : বদলি হয়ে যাওয়ার আগে মধ্যমগ্রামে ট্রাফিক গার্ডের নব নির্মিত ভবনের উদ্বোধন করলেন বারাসত জেলা পুলিশ সুপার রাজনারায়ণ মুখার্জি।বুধবার দুপুরে উপস্থিত ছিলেন রাজ্যে খাদ্য ও সরবরাহ মন্ত্রী রথীন ঘোষ।মন্ত্রী বলেন রোড এক্সিডেন্টের নিরিখে পশ্চিমবঙ্গ ভাল স্থানে আছে।তার কারণ মানুষের মধ্যে সচেতনতা ও সরকারের সেফ ড্রাইভ সেভ লাইফের নিরন্তর প্রচার, দুইএ মিলে এই সফলতা।

বুধবার দুপুরে মধ্যমগ্রাম চৌমাথায় ট্রাফিক গার্ডের নব নির্মিত ভবনের উদ্বোধনে এসে একথা বলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।এই অনুষ্ঠানে অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন বারাসত জেলা পুলিশ সুপার রাজ নারায়ণ মুখার্জী, মধ্যমগ্রাম পৌরসভার পুরপ্রধান নিমাই ঘোষ, মধ্যমগ্রাম ট্রাফিক গার্ড ওসি গদাধর সিংহ রায়, আধিকারিক বিশ্ব চাঁদ ঠাকুর প্রমুখ।পুলিশ সুপার বলেন,কয়েকটি ক্ষেত্র বাদে অধিকাংশ স্থানেই ট্রাফিক ভবনের উদ্বোধন করা হয়েছে।পাশাপাশি অবৈধ পার্কিং আগের থেকে অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে,তবে ১০০ শতাংশ হয়েছে সেটা কখনোই বলা যাবে না।

বারাসত জেলা পুলিশ সুপার বদলি হয়ে যাচ্ছেন,তিনি বীরভূমের পুলিশ সুপারের দায়িত্ব পাচ্ছে,তিনি যাওয়ার আকে এই ট্রাফিক পুলিশ গার্ডের ভবন উদ্বোধন করে দেওয়ার জন্য তাকে ধন্যবাদ জানান মন্ত্রী।পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুমাস ধরে রাজ্যে ঘুরছে,তার চোখে যেটা মনে হবে,সেইমত তিনি ব্যবস্থা নেবেন,তিনি দলের সর্বচ্চ নেতৃত্ব তার সিদ্ধান্ত সকলে মানতে বাধ্য বলে জানান মন্ত্রী রথীন ঘোষ। তিনি আরও বলেন দলে কিছু নেতা কর্মী জন্য মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে,অভিষেক ব্যনার্জি এই দাবি প্রসঙ্গে বলেন তার জন্য এলিমিনেশন করবার জন্য উনি আছেন।

বালুরঘাটে উপ পুরপ্রধানকে তার পদ থেকে সরিয়ে দেওয়া প্রসঙ্গে মন্ত্রী বলেন,এটা আমাদের দলে স্ট্যান্ডিং মেটার আছে,যদি কোন এই ধরনের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় পান তাহলে তারা তার যথাযথ ব্যবস্থা নেন,এটাই প্রমাণ করল বালুরঘাটের ক্ষেত্রে,যা অন্য দলে হয়না।ময়না বনধ নিয়ে মন্ত্রী জানান বিজেপি এখন আর কোন কাজ পাচ্ছে না,এসব এখন পুরনো হয়ে গেছে, এইসব বনধ সংস্কৃতি মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করেছে,সেই সংস্কৃতিকে বিজেপি বামপন্থীদের মত করে ফিরিয়ে আনার চেষ্টা করছেন,বনধ কোন সমস্যার সমাধান নয় বলেই মনে করেন মন্ত্রী রথীন ঘোষ।