অবতক খবর,১৯ জুনঃ মানসিক ভারসাম্যহীন ভদ্রলোক ঘোরাঘুরি করছিলেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের আশেপাশে গতকাল থেকে।

বিষয়টি ততটা নজরে না আসলেও আজকে ঘুমন্ত অবস্থায় ভদ্রলোক যখন হাসপাতালের চাতালে শুয়ে ছিলেন তৎক্ষণাৎ বিষয়টি খেয়াল করেন ওই হাসপাতালের চিকিৎসক ডা: পর্ণা কুন্ডু। শুরু হয় ডাক্তারি তৎপরতা। হাসপাতালে ভর্তি করা হয় 60 বছর বয়সী স্বপন ভৌমিক কে। শুরু হয় চিকিৎসা।

খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ভদ্রলোকের বাড়ি বাগুইহাটির জেংরায়। পুলিশ খোঁজখবর চালানোর পাশাপাশি ইতিমধ্যে ডাক্তার পর্ণা কুন্ডুর তত্ত্বাবধানে চিকিৎসার পর স্বপন বাবু বেশ ভালই আছেন।

সরকারি হাসপাতালে যখন চিকিৎসকদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ ওঠে তখনই ভোটার চিকিৎসক সমাজের হয়ে মানবিকতার নজির গড়লেন মধ্যমগ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসক পর্ণা কুন্ডু।