নিজস্ব প্রতিবেদক : অবতক খবর : উত্তর ২৪ পরগনা :   মদ্যপ ফৌজির হাতে আক্রান্ত পুলিশ। গ্রেফতার ফৌজি। জগদ্দল থানার মোমিন পাড়া এলাকার ঘটনা। ফৌজি সুরেশ মাহাতো সিকিমে পোস্টিং। ৫০ দিনের ছুটিতে তার বাড়ি শ্যামনগরের আতপুরের বাড়িতে আসেন।

তার দাদা থাকেন জগদ্দলের মোমিন পাড়া এলাকায়। ওই এলাকায় ‘কালো বাবু’ নামে এক কুখ্যাত দুস্কৃতী ফৌজি সুরেশ মাহাতোর দাদাকে হুমকি দেয়। সেই ঘটনা তার কানে পৌঁছলে, সে মদ্যপ অবস্থায় ওই এলাকায় গিয়ে ক্ষোভে ফেটে পড়ে। কালো বাবুর পরিবার ও তার দলবলের সঙ্গে বচসা শুরু করে।

জগদ্দল থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যায়। সেখানে তাকে শান্ত করার চেষ্টা করলে পুলিশকেই অশ্রাব্য গালিগালাজ করতে থাকে। এরপর পুলিশের সঙ্গে বচসা শুরু হয়। তার থেকে হাতাহাতি। কর্তব্যরত আধিকারিকে ওপর চরাও হয়ে তার জামা ছিড়ে দেয়। তার হাতের আঙুল কেটে রক্ত ঝড়তে থাকে এবং শরীরের বিভিন্ন অংশে চোট পায়। এরপর জগদ্দল থানার আরও বাহিনী গিয়ে তাকে গ্রেপ্তার করে। এই ঘটনায় যথেষ্ট আতংকিত হয়ে পড়ে এলাকাবাসী।