অবতক খবর: ভারতীয় ক্রিকেটারদের বেনজির আক্রমণ করলেন ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। শনিবার রাতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে ৬ উইকেটে হেরে গিয়েছে টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটারদের ‘সর্বজ্ঞানী’ বলে কটাক্ষ করেন কপিল দেব।

এক সাক্ষাৎকারে কপিল দেব বলেন, ‘মতপার্থক্য তো হতেই পারে। এটা কোনও বড় ব্যাপার নয়। তবে এই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যে আত্মবিশ্বাস রয়েছে, তা সত্যিই প্রশংসনীয়। তবে খারাপ দিকটা হল এই যে এরা নিজেদের সর্বজ্ঞানী বলে মনে করে।’

বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি তো এটা বলতে পারব না যে এই মনোভাব কীভাবে বদলানো যেতে পারে। তবে ওরা যথেষ্ট আত্মবিশ্বাসী। ওরা মনে করে যে কাউকে কোনও ব্যাপারেই কিছু জিজ্ঞাসা করার দরকার নেই। তবে আমি মনে করি যে একজন অভিজ্ঞ ক্রিকেটার সবসময়ই সাহায্য করতে পারে।’

ভারতীয় ক্রিকেট দলের এই প্রাক্তন অধিনায়ক আরও জানান যে, ‘বর্তমানে ভারতীয় ক্রিকেটারদের কাছে অর্থের সঙ্গে অহংকারও চলে এসেছে। আর সেকারণেই ওরা সুনীল গাভাসকারের মতো কিংবদন্তী ক্রিকেটারের থেকে কোনও পরামর্শ নেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করে না। কপিল দেব বললেন, ‘অধিকাংশ সময়ই এটা দেখতে পাওয়া যায় যে হাতে বেশি টাকাপয়সা চলে এলে সেই মানুষটা আত্মঅহমিকায় ভুগতে শুরু করে। এই ক্রিকেটাররা তো নিজেদের সবজান্তা বলে মনে করে। আর এটাই বিশাল পার্থক্য তৈরি করে দেয়।’

কপিল দেব আরও বলেন, ‘ভারতীয় ক্রিকেট দলে এমন অনেকেই রয়েছেন, যাঁদের সাহায্য দরকার। যখন সুনীল গাভাসকার রয়েছেন, তাহলে ওঁর সঙ্গে কেন কোনও কথা বলছে না? অহংকারটা কোথায়? এমন কোনও অহংকার থাকারই দরকার নেই। ওরা মনে করে যে আমরা ঠিক আছি। হতেই পারে যে ঠিক আছে, কিন্তু সিনিয়র ক্রিকেটারদের থেকে পরামর্শ নেওয়ারও দরকার আছে। উনি জিনিসগুলো আরও ভালো বুঝতে পারেন। কখনও কখনও কারোর কথা শুনলেও তো আপনার দৃষ্টিভঙ্গি বদলাতে পারে।’