অবতক খবর : ভাটপাড়া পৌরসভায় অনাস্থা প্রস্তাব আনা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর আজ তার তলবী সভা করবে তৃণমূল কংগ্রেস। কিন্তু এ প্রসঙ্গে বিজেপি সাংসদ অর্জুন সিং এই তলবী সভার প্রতিক্রিয়ায় বলেন, গায়ের জোরে ভাটপাড়া পৌরসভা দখল করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আজকের এই তলবী সভা সম্পূর্ণ বেআইনি। আর আইন বিরুদ্ধ কোন কাজ তিনি মেনে নেবেন না বলে জানিয়েছেন। আজ সকাল ১১টায় ভাটপাড়া পৌরসভায় তৃণমূলের সমস্ত কাউন্সিলররা এই তলবী সভা করবেন। অন্যদিকে তৃণমূল কাউন্সিলররা জানান,গত ৩০শে ডিসেম্বর ফের অনাস্থা একটি চিঠি পৌরপ্রধানকে জমা দেওয়া হয়েছে। আর আজকের এই তলবী সভা পূর্বনির্ধারিত। ভাটপাড়া পৌরসভায় তলবী সভা শুরু হয়ে গেছে। এদিন অনাস্থা প্রস্তাব আনার তোড়জোড় নিয়েছে তৃণমূল দলের পক্ষ থেকে। দেখা যাচ্ছে যে আজকের এই সভায় উপস্থিত রয়েছেন ১৯ জন তৃণমূল কাউন্সিলর। বিজেপি দলের পক্ষ থেকে কোন কাউন্সিলর উপস্থিত নেই। এমনকি চেয়ারম্যান অনুপস্থিত। সেখানে এখন বৈঠক চলছে। সূত্রের খবর, এখানে চেয়ারম্যান হিসেবে সত্যেন রায়ের নাম উঠে আসছে। তবে দলের উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে সিদ্ধান্ত নিয়ে এই নামটি অনুমোদনযোগ্য বলে তারা জানিয়েছেন। তবে এখনও সভা চলছে।