অবতক খবর:: নদীয়া::নদীয়ার চাকদহে ব্যাডমিন্টন খেলার মাধ্যমে অভিনব ভাবে “NRC ও CAA কাপ” অনুষ্ঠিত হলো যা ব্যাপকভাবে মানুষের কাছে সাড়া জাগিয়ে তুলল। এখানকার কর্মকর্তারা এখানেও ক্ষান্ত থাকেনি পোস্ট কার্ডের মাধ‍্যমেও সেখানে NRC ও CAA লিখে প্রতিবাদ জানান। যেখানে মোবাইল ইন্টারনেটের কারনে আমাদের দেশ থেকে যখন পোস্ট কার্ড প্রায় হারিয়ে যেতে বসেছে। সেই পোস্ট কার্ড কে বাঁচাতে এবং পোস্ট কার্ডের মাধ‍্যমে NRC ও CAA বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তুললেন মমতা বন্দোপাধ‍্যায়ের এক দল অনুগত সৈনিক। মেন উদ্যোক্তা সৌমিএ ভট্টাচার্য্য কে সামনে রেখে তারা দেখিয়ে দিলো খেলার মাধ‍্যমেও প্রতিবাদ করা যায়।চাকদহ শহীদ বেদীর মোড় প্রান্তিক ক্লাব সংলগ্ন ময়দানে দুদিন ব‍্যাপি এই 32 দলীয় নক আউট সন্ধ্যাকালীন ব‍্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।উদ্বোধোন করেন রানাঘাট লোকসভা কেন্দ্রিক জেলার সাংগঠনিক সভাপতি শংকর সিং।এই খেলায় কোন এন্টি ফ্রি ছিল না।হাতে করে পোস্ট কার্ড আনলেই খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। এই খেলা উপভোগ করার জন্য প্রচুর মানুষ সন্ধ‍্যা বেলা থেকে আসতে শুরু করে ।অন্যদিকে সৌমিত্র ভট্টাচার্য বলেন আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক বৃন্দের পরিচালনায় দু’দিনব্যাপী 32 দলীয় নক আউট ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজন করেছি। ব্যাডমিন্টন টুর্নামেন্ট নাম দিয়েছি “No NRC No CAA কাপ” ভারতবর্ষে যেখানে মোদী_সাহের শাসন ব্যবস্থায় উগ্র হিন্দুত্ববাদ কে সামনে রেখে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়া, ভারতবর্ষের মানুষকে ভারতীয় সম্প্রীতি ও ঐতিহ্য কে ভুলিয়ে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার সৃষ্টি করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ, আমরা খেলার মাধ্যমে NRC ও CAA বিরুদ্ধে সোচ্চার হয়ে এই বার্তা দিতে চাচ্ছি যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় অনুগত সৈনিক আমরা পশ্চিমবঙ্গের মাটিতে NRC CAA NPR হতে দেবো না। এই খলাদেখে অগুনিত মানুষ সৌমিত্র ভট্টাচার্য্য কে ধন‍্যবাদ দেন খেলার মাধ‍্যমে NRC ও CAA বিরুদ্ধে অভিনব প্রতিবাদের জন‍্য।