অবতক খবর  : আবারও বোমাবাজি ভাটপাড়ায়। গতকাল রাতে ভাটপাড়া পৌরসভার ১০ নং ওয়ার্ডের রামনগর কলোনিতে বিজেপি কর্মী রাজু বিশ্বাসের বাড়িতে পরপর দুটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ফলে ভেঙে যায় বাড়ির জানালার কাঁচ।‌ তবে এই ঘটনায় সেখানে কোন হতাহতের খবর নেই। এ প্রসঙ্গে ওই বিজেপি কর্মী জানান, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে জড়িত।

তিনি কয়েকজনকে চিহ্নিত করে নামও উল্লেখ করেছেন। এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কে দিন কাটাচ্ছেন ওই পরিবার এবং স্থানীয় মানুষ। ঘটনার খবর পাওয়া মাত্রই সেখানে ছুটে যায় ভাটপাড়া থানার পুলিশ। তারা বিষয়টি খতিয়ে দেখছে। অন্যদিকে এই ঘটনা‌ প্রসঙ্গে অঞ্চলের দাপুটে তৃণমূল নেতা গোপাল রাউত জানান,’বিগত লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পর ভাটপাড়ায় যে ঘটনাগুলি ঘটেছিল,তার পুনরাবৃত্তি হোক তা কেউই চান না।‌ বিশেষ করে তৃণমূল ভাটপাড়ায় কোন অশান্তি সৃষ্টি হোক তা কখনোই চায় না। সুতরাং এটি তৃণমূলের কোন কর্মীর কাজ নয়। এটি বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বের ফল। আর তৃণমূলকে কালিমালিপ্ত করতেই তারা সম্পূর্ণ দায় আমাদের উপর চাপানোর চেষ্টা চালাচ্ছে।’