অবতক খবর,৯ ডিসেম্বরঃ টিটাগর উরান পাড়ায় মাঠের পাশে ফেলে রাখা বোমা বিস্ফোরণে যে কিশোর গুরুতর জখম হয়েছিল, কারা সেখানে বোম রেখেছিল সেই কেসের তদন্তে নেমে টিটাগর থানার পুলিশ পাঁচজনকে গ্রেফতার করেছে। এদের আজ ব্যারাকপুর আদালতে তোলা হবে। এরই মধ্যে স্থানীয় বাসিন্দারা থানায় বিক্ষোভ দেখান তাদের অভিযোগ যে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুই যুবক অত্যন্ত ভালো ছেলে হিসেবে অঞ্চলে পরিচিত। তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দিতে হবে।

আহত যুবকের বাবা এমডি ফিরোজ জানালেন পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু যে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজন তার ছেলের চিকিৎসার জন্য অত্যন্ত সহযোগিতা করছেন তারা নিরপরাধ তাদেরকে ছেড়ে দেওয়ার জন্যই থানায় বিক্ষোভ দেখাচ্ছেন তারা।

খবর পেয়ে টিনগর থানায় আসেন টিটাগর পৌরসভার উপ পৌর প্রধান মোহাম্মদ জলিল তিনি জানালেন পুলিশ তদন্ত শুরু করেছে কিন্তু তদন্ত প্রক্রিয়া করতে গিয়ে যাতে কোন নির অপরাধ যুবক শাস্তি না পায় সে বিষয়টিও পুলিশকে দেখতে হবে।