অবতক খবর,১৭ এপ্রিল: চালন্দিয়া নদী জবর দখল করে তৈরি হচ্ছে কংক্রিটের বিল্ডিং। বৃষ্টি হলেই জল উঠে যায় চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকায়। চালন্দিয়া ভরাট করার অভিযোগে রবিবার সকাল 11 টা নাগাদ গাইঘাটা থানার চাঁদপাড়া বাজার সংলগ্ন যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাল চালন্দিয়া নদী পারের বাসিন্দা ও চালন্দিয়া নদী বাঁচাও কমিটির সদস্যরা।

আন্দোলনকারীদের অভিযোগ, অসাধু ব্যবসায়ী প্রোমোটার মাটি ফেলে নদী ভরাট করে নালায় পরিণত করেছে৷ দিন কয়েক ধরে মাটি ফেলে নদীর একাংশ ভরাট করছে মাটি ব্যবসায়ীরা। প্রশাসনকে জানিয়ে ফল হচ্ছে না। নদীর উপর নির্ভর করে অতীতে যারা মাছ ধরতে তারা অন্য পেশায় চলে গিয়েছে।

এদিনের এই অবরোধের শামিল হয়েছেন দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার ও বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি রাম পদ দাস।
স্বপন বাবু দাবি, তৃণমূলে মদদপুষ্ট প্রোমোটার এই কাজ করছেন। প্রশাসন টাকা খেয়ে তাদের সহযোগিতা করছে।

 

নদী থেকে ভরাট করা মাটি তুলে না ফেললে তারা আন্দোলন চালিয়ে যাবে।