অবতক খবর,৪ ফেব্রুয়ারিঃ বিপর্যয় মোকাবিলায় জরুরি কালীন পদক্ষেপ নিতে কি করনীয়, স্কুল পড়ুয়াদের তার পাঠ শেখালেন কলকাতার সেকেন্ড ব্যাটিলয়নের এন ডি আর এফ টিম। শনিবার ভাটপাড়ার ৯ নম্বর ওয়ার্ডের কাঁকিনাড়া হাই স্কুলের পড়ুয়াদের নিজেকে বাঁচানো এবং অপরকে বাঁচানোর উপায় হাত-কলমে শেখালেন এন ডি আর এফ। আগুন লাগলে কিংবা হাত-পায়ে বড় মাপের কেটে গেলে অথবা হৃদরোগে কেউ আক্রান্ত করলে কিভাবে তাকে রক্ষা করা যায়।

প্রাথমিক পর্যায়ে তাদের কি করতে হবে। এদিন তারই প্রশিক্ষণ দিলেন এন ডি আর এফ। কাঁকিনাড়ার জওহর উদ্যান পার্কে উক্ত প্রশিক্ষনে হাজির ছিলেন কলকাতার সেকেন্ড ব্যাটালিয়নের এন ডি আর এফের এস আই অভিমন্যু সিং, কাঁকিনাড়া হাই স্কুলের টিচার ইন চার্জ শ্যামবাবু রাজভর, তৃণমূল নেতা প্রিয়াঙ্গু পান্ডে-সহ কাঁকিনাড়া হাই স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।