অবতক খবর,৪ ফেব্রুয়ারিঃ ফাঁকা জমির আগাছার জঙ্গলে আগুন, দমকলের একটি ইঞ্জিন এসে নেভালো।

মগড়া দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের তেরো নম্বর রেল গেট এলাকার একটি ফাঁকা জায়গার আগাছার জঙ্গলে আগুন দেখতে পায় স্থানীয়রা।খবর দেওয়া হয় দমকলে।একটি ইঞ্জিনে এসে আগুন নিয়ন্ত্রণ করে।

যেখানে আগুন লাগে তার পাশেই রয়েছে একটি বেসরকারি স্কুল ও একটি পেন কারাখানা।দমকল আধিকারিক জানিয়েছেন আগুন যেই লাগিয়ে থাকুক দায়িত্বজ্ঞানহীনের মতো কাজ করেছেন।যেকোনো সময় বড় ধরনের বিপদ হতে পারতো।আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বলবিন্দার কৌর।তিনি বলেন কুলো পেন কারখানার মাঝে যে ফাঁকা জমি সেইখানে আগাছা জন্মেছিল।জমি পরিষ্কার না করে আগুন ধরিয়ে দেওয়া হয়।জমিটা কার তা দেখা হবে।দমকল সময়ে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করায় বিপদ কিছু হয়নি।