নিজস্ব সংবাদদাতা :: অবতক খবর :: ২৫ ডিসেম্বর :: নদীয়া ::   লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক জগতে বিদ্যালয় পড়ুয়াদের শৈল্পিক চিন্তাভাবনা উন্মোচন করাতে আজ নদীয়ার চাকদহের শিমুরালি শিল্পকলা কেন্দ্রে স্বাড়ম্বরে অনুষ্ঠিত হলো অংকনের মেধা অন্বেষণ পরীক্ষা। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে শিমুরালি শান্তি পল্লীতে অঙ্কন শিক্ষক সমীর দাসের বাড়িতে।

এই মেধা অন্বেষণ পরীক্ষায় আজ ১৩৫ জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। সমগ্র শিমুরালির পাশাপাশি রাউতাড়ি অঞ্চল, চাঁদুড়ীয়া ১নং অঞ্চল এবং কল্যাণী এবং রসুল্লাপুর থেকে এই প্রতিযোগিতায় বহু ছাত্রছাত্রীরা আজ অংশ নিয়েছিল। এই পরীক্ষা কে কেন্দ্র করে সংস্কৃতি প্রেমীমানুষের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো।