অবতক খবর: পঞ্চায়েত ভোট আর তিনদিন পরে। শনিবার ভোটের আগে রাজ্যজুড়ে ভোটের হাওয়া তেঁতে উঠেছে। তার আগে বুধুবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন। ‘দাম বেড়ে গেছে জীবনদায়ী ওষুধেরও । প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে। বিজেপিকে উৎখাত না করলে দেশের ভবিষ্যৎ জলাঞ্জলি দিতে হবে। বিজেপি ভাইরাস হলে ভ্যাকসিনের নাম তৃণমূল কংগ্রেস’ বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে, কালনায় মন্তব্য অভিষেকের, ‘তৃণমূল কথা দিয়ে কথা রাখে, বিজেপি প্রতিশ্রুতি পালন করে না। মানুষের পাশে নেই বিজেপি, মানুষের পাশে থাকে তৃণমূল। তৃণমূল কথা দিয়ে কথা রেখেছে। আগামী ৬ মাসের মধ্যে দুয়ারে সরকারের প্রতিনিধি গিয়ে বাড়িতে রেশন দেবে। আইনি জটিলতায় এই প্রকল্প এতদিন আটকে ছিল’ ।

প্রসঙ্গত, শুক্রবার অভিষেকের সভা পশ্চিম বর্ধমানের বারাবনির সভা থেকে অভিষেকের হুঙ্কার, ‘বিজেপি সরকারকে উৎখাত করতে হবে৷ কেন্দ্রের যে সরকার বাংলাকে বঞ্চিত করে রেখেছে, তাদের দলকে একটাও ভোট নয়। সাধারণ মানুষ ওদের কাছে মাথা নত করবে না৷ বহিরাগতদের কাছে বশ্যতা স্বীকার করব না।‘
অভিষেকের কথায়, ‘প্রধানমন্ত্রী বলেছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে গ্যারান্টার। এদিকে, এই পশ্চিম মেদিনীপুরের সবচেয়ে বড় চোর জিতেন্দ্র তিওয়ারি বসে আছে বিজেপিতে গিয়ে। বিজেপি এমন একটা দল, যেটা রেখে দিলে আলসার, আর কেটে দিলে ক্যানসার। বিধানসভায় ৮ দফায় ভোট করেছিল। কোভিডের সময়ে ভোট করেছিল। সেই ৮ দফার জবাব ৮ জুলাই দেওয়া হবে। পদ্মফুল যেন সর্ষে ফুল দেখে ১১ জুলাই।‘