অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি:- বৃহস্পতিবার ময়নাগুড়ি খাগড়াবাড়ি ২ গ্রাম পঞ্চায়েত এলাকার একহালিয়ার বাড়িতে ঘটনাটি ঘটেছে। এদিন এই দুঘটনাটি ঘটে শৌলি নদীর উপর। মৃত স্কুল ছাত্রীর নাম অপর্না রায়। অপর্না টেকাটুলি রামকান্ত হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী। তার বাবা মাধব রায় পেশায় সবজি ব‍্যবসায়ী। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বাসিন্দারা জানান, এদিন একসঙ্গে ৭-৮ জন বান্ধবি মিলে , তারা ওই বাশের সাকোর উপর ওঠে। বাশের সাকোটি দীর্ঘদিন ধরেই বেহাল ছিল। এক সাথে এতোজন বাশের সাকোতে ওঠার পর ভার রাখতে না পেরে সাকোটি ভেঙ্গে সবাই নদীতে পড়ে যায়। নদীতে পরে যাওয়া ওই ছাত্রীদের আর্তনাদে , আশেপাশে থাকা কয়েকজন যুবক ছুটে এসে উদ্ধার কাজে হাত লাগায়।

বাকিদের উদ্ধার করা সম্ভব হলেও অপর্না জলে তলিয়ে যায়। দীর্ঘ সময় নদীর জলে খোজাখুজির পরে স্থানীয়রা অপর্নাকে খুঁজে উদ্ধার করে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক , তাকে মৃত বলে ঘোষণা করেন। এদিনের এই ঘটনায় বর্নালী রায় নামে আরেক যুবতীকে আশঙ্কাজনক অবস্থায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি গ্রামীন হাসপাতালে ছুটে যায় ময়নাগুড়ি থানার পুলিশ। পুলিশ মৃত দেহটি উদ্ধার করেছে৷ শুক্রবার জলপাইগুড়ি সদর হাসপাতালে মৃত দেহটি মময়না তদন্ত করা হবে।