অবতক খবর ,সম্পা ভট্টাচার্য : জলপাইগুড়ি:-   জলপাইগুড়ি আলিপুরদুয়ারের ডিমা নদীতে , তলিয়ে গেল় দুই ব্যক্তি।পরে উদ্ধার হয় একজন। দ্বিতীয় জনের খোঁজে তল্লাশিতে নেমেছে বিপর্যয় মোকাবিলা দপ্তর। আগামীকাল বাবার পরলৌকিক ক্রিয়া, তারই অঙ্গ হিসাবে ঘাট কাজ করবার জন্য তিন ভাই আলিপুরদুয়ারের পশ্চিম জিতপুড়ে ডিমা নদীর তীরে সকাল সাড়ে নয়টায় পৌঁছায়।  কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল ,ঠিক তখনই ঘটে বিপত্তি, মেজ ভাই হাত ফসকে পড়ে যাওয়া সাবান তুলতে গিয়ে নদীতে তলিয়ে যেতে থাকে। তাই দেখে তাকে উদ্ধার করার জন্য বড় ভাই নদীতে ঝাঁপ দেয় এবং সেও তলিয়ে যেতে থাকে। তীরে থাকা ছোট ভাই সেই দৃশ্য দেখে চিৎকার করে সাহায্য চাইতে থাকে , তার চিৎকারে আশে পাশের বাড়ি থেকে কয়েকজন ছুটে আসে এবং মেজ ভাইকে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার করে কিন্তু খোঁজাখুঁজি করেও বড় ভাই বিশ্বজিৎ সেনগুপ্তকে তারা খুঁজে পায় না।

         

       তারপর খবর দেওয়া হয় প্রশাসনকে , প্রায় ঘন্টা দুয়েক পর বিপর্যয় মোকাবিলা দপ্তর এর তরফ থেকে স্পিডবোট নামানো হয় নদীতে। কিন্তু দুপুর ১ টা পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি সেই তলিয়ে যাওয়া ব্যক্তিকে। উদ্ধার হওয়া ব্যক্তি এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ভর্তি ,তার অবস্থা স্থিতিশীল কিন্তু বিশ্বজিৎ সেনগুপ্ত কে খুঁজে না পাওয়ায় উৎকণ্ঠায় পরিবার।