অবতক খবর, দেবাশিস মালিক, কাকদ্বীপ :: দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ বিধানসভা কেন্দ্রের শ্রীশ্রীরামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুর, বাঘের চকগ্রামে বহু জব কার্ড নেই তারা এখনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। অভিযোগের তীর ঐ পঞ্চায়েতের 100 দিনের কাজের ভারপ্রাপ্ত আধিকারিকের বিরুদ্ধে।বারংবার ওই এলাকার স্থানীয় বাসিন্দারা যোগাযোগ করলে তাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে বলে অভিযোগ। এমন একটি জব কার্ড হোল্ডার এর পাস বই আমাদের দপ্তরে এসেছে।

সোনারানী দাস তিনি পঞ্চায়েতের বারবার গেলেও একশ দিনের জব কার্ডের টাকা এখনো পর্যন্ত পাননি বলে জানান ।অথচ পঞ্চায়েত থেকে দাবি করা হয়েছে টাকা ঢুকে যাবে। গত আগস্ট মাস থেকে এই প্রতিশ্রুতি দিয়েছে পঞ্চায়েত। শ্রী শ্রী রামকৃষ্ণ অঞ্চলের ভারপ্রাপ্ত তৃণমূল নেতা মনোরঞ্জন দাস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পঞ্চায়েতের পাঠিয়ে দিন ব্যবস্থা হয়ে যাবে। এ বিষয়ে কাকদ্বীপ মহাকুমা প্রশাসনের সূত্রে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট পঞ্চায়েতের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে আমরা সমগ্র বিষয়টি খতিয়ে দেখছি।

গ্রামবাসীদের অভিযোগ এই বিধানসভা কেন্দ্র  থেকে রাজ্যের এক প্রভাবশালী মন্ত্রী রয়েছেন। তাই প্রশাসনিক আমলারাও কোনো ব্যবস্থা নিতে পারছে না পঞ্চায়েতের বিরুদ্ধে ।প্রকাশে অনিচ্ছুক প্রশাসনিক আমলারা জানিয়েছেন পঞ্চায়েতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে গেলে তাদেরকেই বদলি হতে হবে । বিশেষ করে এই পঞ্চায়েতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে বাঘের চক এলাকার বাসিন্দাদের।

ওই এলাকার বাসিন্দারা জানিয়েছেন, রাজ্যের তিন মন্ত্রী এখানে থাকেন তাকে এই এলাকায় দেখা পাওয়া যায় না। আমরা কিছু বলতে গেলে আমাদেরকে পুলিশ দিয়ে ভয় দেখায়। যদিও রাজ্যের প্রভাবশালী মন্ত্রী সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আমি সবথেকে বেশি মানুষের সঙ্গে জনসংযোগ স্থাপন করে চলেছি। প্রতিদিন ভোর থেকে আমি মানুষের সঙ্গে যোগাযোগ রাখি। তারা আমার বিরুদ্ধে কথা বলছে তাদের কাছে আপনি জানুন। আম হামে কোন দুর্নীতি হয়নি আমরা সাধারণ মানুষ থেকে সবাই পাবেন ।