অবতক খবর,১৬ সেপ্টেম্বর: নির্বাচনে তিনি বলেছিলেন, “আমি কথা দিয়ে কথা রাখি। আমার মন্ত্রিসভা এলে বাড়ির দুয়ারে রেশন পাবেন মা-বোনেরা। আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না।” ২মে-পর রাজ্যে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোভিড পরিস্থিতি সামলানোর পাশাপাশি বাড়ির দুয়ারে পৌঁছে গেল রেশন। বৃহস্পতিবার বারাসাত ২৪ নম্বর ওয়ার্ডের কৈবর্তপাড়া এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রেশন দেওয়া হল। সকাল থেকেই এই দুয়ারে রেশন প্রকল্পে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার মুখ্য পৌর প্রশাসক সুনীল মুখার্জি।

রাজ্য খাদ্য দফতর সূত্রে জানা গিয়েছে, যে যে এলাকায় দুয়ারে রেশন প্রকল্প চালু হতে চলেছে, সেখানে আগে থেকেই খবর দেওয়া হচ্ছে গ্রাহকদের। সরকারি পরিকল্পনা অনুযায়ী, রেশন ডিলারদের দিয়েই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়া হবে। ছোট গাড়িতে করে গ্রাহকদের চাহিদা মতো রেশনের সামগ্রী ব্যাগে ভরে তাঁদের বাড়িতে পৌঁছে দেবেন ডিলাররা। সেই মত আজ বৃহস্পতিবার বাড়ি বাড়ি গিয়ে রেশন পৌঁছে দিলেন ডিলাররা।