উত্তর ২৪ পরগণা জেলা আদালত আজ থেকে সম্পূর্ণরূপে খুলে গেল

অবতক খবর,১৬ সেপ্টেম্বর: হাইকোর্টের নির্দেশে আজ থেকে সমস্ত আদালতের কাজকর্ম সম্পূর্ণ ভাবে চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশকে মান্যতা দিয়ে উত্তর ২৪ পরগণা জেলা আদালত আজ থেকে সম্পূর্ণরূপে খুলে গেল। আদালতের কাজ কর্ম সম্পূর্ণরূপে চালু হওয়ার কারণে এখনো পর্যন্ত যে সমস্ত আইনজীবী,ল’ক্লার্ক, আইনি সহায়তার সাথে যুক্ত কর্মীরা ভ্যাকসিন পাননি, সেই সমস্ত কর্মীদের জন্য উত্তর ২৪ পরগণা জেলা আদালতের ভ্যাক্সিনেশন ক্যাম্প করার সিদ্ধান্ত নিল জেলা আদালত। আজ সকালে বারাসাত কোর্ট চত্বরে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ভ্যাক্সিনেশন ক্যাম্পের শুভ সূচনা করেন জেলা মুখ্য বিচারক রাই চট্টোপাধ্যায়।

তিনি জানান, উচ্চ আদালতের নির্দেশে আদালতের কাজ কর্ম সম্পূর্ণরূপে চালু হওয়ার কারণে কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। সে কারণে মানুষকে সচেতন করতে ও যাতে সংক্রমণ না ছড়ায় তাই একটি ক্যাম্পের মাধ্যমে আইনি পরিষেবার সাথে যুক্ত কর্মীদের ভ্যাক্সিনেশন করা হলো। আজ মোট ১০০ জনকে এই ভ্যাক্সিনেশন করা হবে। আদালত চত্বরে এই ভ্যাকসিন ক্যাম্প হওয়ায় খুশি আইনজীবী থেকে ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষ।