Roy Krishna of Bengaluru FC and Rahul Bheke Of Mumbai City FC in action during the first semi final - Leg 2 of the HERO INDIAN SUPER LEAGUE 2022 played between Bengaluru FC and Mumbai City FC at the Sree Kanteerava Stadium, Bengaluru in India on 12th March 2023. Photo:R. Parthibhan/Focus Sports/ ISL

অবতক খবর: কোচ হিসেবে ওড়িশা এফসি-র দায়িত্ব নিয়েছেন সের্জিও লোবেরা। শক্তিশালী দল গঠন করছেন তিনি। ইতিমধ্যে ওড়িশায় সই করেছেন মোর্তাদা ফল, আহমেদ জাহু। এবার আইএসএলে লোবেরার দলের হয়ে খেলবেন ফিজিয়ান তারকা রয় কৃষ্ণ।

টানা চার মরশুম চুটিয়ে আইএসএল খেলছেন ফিজিয়ান ‘গোল্ডেন বয়’। শুরু থেকেই গোল করায় দক্ষতা দেখাচ্ছেন কৃষ্ণ। গত মরশুমে খেলেছিলেন বেঙ্গালুরু এফসির হয়ে। এবার ওড়িশায় কৃষ্ণ জুটি বাঁধবেন দিয়েগো মরিসিওর সঙ্গে।

 

কৃষ্ণর যোগদান শক্তি বাড়াবে ওড়িশার বলেই মনে করছেন সবাই। কৃষ্ণ দলে আসায় জেতার মানসিকতা বাড়াবে সতীর্থদের মধ্যে। অনেকেই মনে করছেন, ওড়িশার মনোবল বাড়বে আগের থেকেও। জেতার স্পৃহা বাড়বে দলের। অন্য দলের সঙ্গে পার্থক্য গড়ে দিতে পারেন কৃষ্ণ একাই। কোচ লোবেরা বলেছেন, ”আইএসএলের সেরা দুই স্ট্রাইকারকে পেয়েছি আমি। রয় আমাদের সাহায্য করবে। রয় কৃষ্ণর মতো ফুটবলারকে আমি সবসময়ে শ্রদ্ধা করি। ওর বিরুদ্ধে খেলতে গিয়ে আমাকে সমস্যায় পড়তে হয়েছে। এবার ও আমার দলে।” গুরু-শিষ্যের যুগলবন্দি দেখার অপেক্ষায় সবাই।

আইএসএলে ৮২টি ম্যাচে ৪২টি গোল করে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণ। তাঁর নামের পাশে লেখা ২৩ খানা অ্যাসিস্ট। উল্লেখ্য, বেঙ্গালুরুর হয়ে ডুরান্ড কাপ জেতেন রয় কৃষ্ণ। আইএসএল ফাইনালে মোহনবাগানের কাছে হেরে রানার্স হয়েছিল বেঙ্গালুরু।