অবতক খবর,২৮ মার্চ: করোনা আতঙ্কের জেরে গোটা দেশে জারি করা হয়েছে লকডাউন। সাধারণ মানুষের কথা ভেবে রাজ্যে বাজার,দোকানপাট খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু মানুষ সতর্ক হলেও, ভিড় এড়ানো যাচ্ছে না। আর হালিশহর বাগমোড় বাজার একটি উল্লেখযোগ্য বাজার। এখানে সবজি বাজার যে জায়গাটিতে বসে সেই জায়গাটি অত্যন্ত ছোট যার ফলে বাজারের সময় ভিড় হয়ে যাচ্ছে অনেকটাই। যার ফলে একটা বড় সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী সমিতি এবং হালিশহর টাউন তৃণমূল কংগ্রেস। তারা সিদ্ধান্ত নিয়েছেন আগামীকাল অর্থাৎ ২৯শে মার্চ থেকে বাগমোড় সবজি বাজার বসবে নেতাজি সুভাষ মাঠে। আর এটি আজ সকাল থেকেই মাইকে প্রচার করে জানিয়ে দেওয়া হয়েছে জনসাধারণ এবং ক্রেতা ও বিক্রেতাদের। এটি অনির্দিষ্টকালের জন্য এবং ভিড় এড়ানোর জন্য একটি অস্থায়ী ব্যবস্থা। কারণ নেতাজি সুভাষ মাঠ বাগমোড় বাজারের আয়তনের তুলনায় অনেকটাই বড়। সুতরাং তারা মনে করছেন, নেতাজি সুভাষ মাঠে বাজার বসলে মানুষের ঘিঞ্জি অনেকটাই কম হবে। অন্যদিকে আজ হালিশহরের বিস্তীর্ণ এলাকা স্যানিটাইজেশন করা হয়। তৃণমূল যুব নেতা প্রণব লোহর উদ্যোগে হালিশহর বাগমোড় বাজার, হালিশহর চৌমাথা সহ আরো বেশ কয়েকটি জায়গায় স্যানিটাইজেশনের কাজ করা হয়।