লড়াকু ডাঃ ভাইরোলজিস্ট মিনাল দেখাভে ভোঁসলে তৈরি করলেন ভারতে প্রথম কোভিড -১৯ কিটঃ তাঁকে শ্রদ্ধা

চেয়ে থাকি তোমার দিকে
তমাল সাহা

দুঃসময়ের দিন। কি হবে আমাদের?
প্রহরের পর প্রহর কেটে যায়…
মেয়েটির প্রশ্ন,
ভাইরোলজিস্ট আমি,
আমার নেই কোনো দায়!
যুদ্ধে নেমে পড়ে মেয়েটি।
দুনিয়া তোলপাড় করে করোনা—
মেয়েটি শাণিত অস্ত্র বানায়।

আমি এখন এই নারীটিকে
যদি মা বলে ডাকি
তোমরা নিশ্চয়ই
কেউ করবে না আপত্তি?

এই নারী
কোভিড-১৯ টেস্ট কিট
বানিয়ে সাড়া ফেলে দিয়েছে
দুনিয়ায়।
পেটে আগামীকে নিয়ে
মেয়েটি করোনার বিরুদ্ধে
অসম যুদ্ধে যায়।

শাসকের পেয়ারের লোক
পেয়েছে টেন্ডার।
দিচ্ছে কিট সাড়ে চার হাজারে।‌
নারীটির কিট
মাত্র বারোশো টাকায়
এই দুঃসময়ের‌ বাজারে।

গর্ভবতী মা আমার,
প্রসবের দিন দিয়েছে পিছিয়ে।
করোনা কিট বানাতেই হবে,
একটি সন্তানের চেয়ে হাজার সন্তান বড়।
মানুষের জন্য লড়ো আর লড়ো।

লড়াই-ই তো জীবন।
কোভিড কিট দিয়েছে উপহার।
তারপর সময় হয়ে গিয়েছে পার,
কন্যা সন্তান প্রসব করেছে মা আমার।

ডাঃ ভোঁসলে মিনাল‌ দেখাভে।
করোনার বিরুদ্ধে
এই অন্ধকার রাতে আলো দেখাবে।