অবতক খবর,২৮ মার্চ: কাঁচরাপাড়া পৌরসভা করোনার এই বিপর্যয়ের হাত থেকে জনগণকে রক্ষা করার জন্য এবং প্রতিরোধ তৈরি করার জন্য জনগণের মধ্যে একটা স্বস্তির বার্তা পৌঁছে দিতে কাঁচরাপাড়ার অন্তর্গত আটটি পৌরবাজার জীবাণুমুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে।

পুলিশ প্রশাসন ও দমকল বিভাগের সহযোগিতায় কাঁচরাপাড়ার এই পৌরবাজারগুলিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা করা হয়েছে।‌

আজ ২৮ মার্চ কাঁচরাপাড়ার উল্লেখযোগ্য কেন্দ্রীয় বাজার মন্ডল বাজার এবং মোতিবাজার ধৌত করা হয় দমকলের সাহায্যে। উপস্থিত ছিলেন ইও তাপস মন্ডল। তাঁরই নেতৃত্বে এই ধৌত অভিযান পরিচালিত হয়।

তিনি বলেন যে, কাঁচরাপাড়ার আটটি পৌরবাজারেরই দূষণমুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আজ যেমন মন্ডল বাজার, মোতি বাজার জীবাণুমুক্ত করা হল। আগামীকাল ২৯ মার্চ স্টেশন বাজার, কলেজ বাজার এবং পৌর আম্বেদকর বাজার জীবাণুমুক্ত করা হবে। ৩০ মার্চ অশোক মিত্র রোডে অবস্থিত হরিজন পট্টি বাজার,সিটি বাজার এবং কাঁপা মোড় সংলগ্ন আলসে বাজার ধৌতকরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।