বইয়ের বিপণি ভাঙচুরঃ অষ্টমীর সন্ধ্যায়

গ্রেফতার চিত্রপরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় ও আইনজীবী বিকাশ ভট্টাচার্য

বইয়ের পাশে

তমাল সাহা

১)

বইয়ের আবার পার্টি আছে নাকি?

বুক স্টল ভণ্ডুল—

আপনিও তো বইপ্রেমী জানি

মুখ ঘুরিয়ে বসে আছেন দেখি!

 

এইবার অন্তত একটু আড়মোড়া ভাঙুন

প্রতিবাদে থাকুন পাশে

অন্ততঃ বইকে ভালোবেসে।

 

খিদে দুই প্রকার

পেটের জন্য খুবই প্রয়োজন আহার।

চেতনা বাড়ানোরও খিদে থাকে

তার জন্য নিজেদের জন্য শুধু নয়

প্রিয় প্রজন্মের প্রগতির জন্য জরুরি বই উপহার।

২)

ব্রেখটের কথা মনে রেখো–

বই তুলে নাও হাতে, বই একটা হাতিয়ার।

কারা বই পুড়িয়েছিল বার্লিন অপেরা চত্বরে

তোমার কি মনে পড়ে?

 

তুমি তো এখন হাড়েহাড়ে পাচ্ছো টের

ফ্যাসিবাদ ও স্বৈরাচার।

রুখতে হবে এদের নিজেকে রাখো তৈয়ার।

৩)

বইয়ের ভেতর লুকিয়ে আছে অক্ষরের আগুন।

বই বলে, জাগো জাগাও এবং জাগুন।

 

বইয়ের লাইব্রেরি তুমি জ্বালাতে পারো

বইয়ের স্টল তুমি ভাঙতে পারো

তাতে কি আসে যায়

থামে নাকি প্রগতির অধ্যায়?

 

একটি লেখক মারা গেলে অসংখ্য লেখক চারপাশে হয় জড়ো।

বই অনিঃশেষ, বই প্রকাশ হতে থাকেই

শাসক তুমি বইয়ের ভয়ে মরো।