অবতক খবর,শুক্রবার ০৭ এপ্রিলঃ বিশ্ব স্বাস্থ্য দিবস, সেই উপলক্ষে ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এনসিসি পক্ষ থেকে একটি সচেতন মূলক শোভাযাত্রা আয়োজন করা হয়। ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এর ক্যাডেট সিনিয়র – -সিনিয়র আন্ডার অফিসার রাজ মন্ডল জানান ,শোভাযাত্রা উপস্থিত ছিল বর্ধমান টাউন স্কুল, বর্ধমান সিএমএস হাই স্কুল, বর্ধমান মিউনিসিপাল বয়েজ হাই স্কুল, বর্ধমান রামকৃষ্ণ বোরহাট হাই স্কুল, রামসিস হিন্দি হাই স্কুল, নেহেরু বিদ্যামন্দির, বর্ধমান বিবেকানন্দ মহাবিদ্যালয়, বর্ধমান মডেল স্কুল এর মোট ২০০ জন এনসিসি বিভাগের ছাত্র ছাত্রীরা।

এছাড়া উপস্থিত ছিলেন প্রত্যেক স্কুলের এনসিসি ভারপ্রাপ্ত শিক্ষকরা। এবং ফোর্থ বেঙ্গল ব্যাটালিয়ন এর সেনা আধিকারিকরা। শোভাযাত্রাটি শুরু হয় বর্ধমান রাজ কলেজ সেনা লাইন থেকে পাওয়ার হাউজ পাড়া, রানী শায়র, বিগবাজার হয়ে আবার রাজ কলেজে এসে শেষ হয়। পদযাত্রা শেষে একটি ছোট্ট মুক অভিনয় নাটকের মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করা হয়।