অবতক খবর,২৩ মে: ফের সমাজসেবায় এগিয়ে এলেন বীজপুরের বিশিষ্ট সমাজসেবী মলয় ঘোষ। প্রতিদিন রাতে তিনি শহরের মোট ২০৪ জন দুঃস্থ এবং ভবঘুরেকে খাওয়াচ্ছেন। যার মধ্যে প্রতিবন্ধী মানুষ রয়েছেন ৩০ জন। সমাজসেবী মলয় ঘোষের উদ্যোগে প্রতিদিন তাদের জন্য তৈরি হচ্ছে আটার রুটি এবং তরকারি। এই কার্যে তাঁকে বিশেষভাবে সহযোগিতা করছেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও এই রান্নার কাজে সহযোগিতা করছেন ৯ নং ওয়ার্ডের বিশ্বনাথ স্মৃতি সংঘ ক্লাবের মহিলা ও পুরুষ সদস্যরা।

এ প্রসঙ্গে মলয় বাবু বলেন,”আমি প্রচারের আলোয় আসতে চাইনা। এই কঠিন পরিস্থিতিতে দুঃস্থদের একবেলা খাওয়াতে পারছি শুধুমাত্র আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর সহযোগিতায়।আপাতত এই কাজ চলবে।”

এর পাশাপাশি শহরবাসীর উদ্দেশ্যে তিনি বলেন,আর দু-এক দিনের মধ্যে ঘূর্ণিঝড় যশ আছড়ে পড়তে চলেছে। এই ঝড়ে যারা আশ্রয়হীন হয়ে পড়বেন,তাদের আমরা আশ্রয় দেবো এবং ঝড়ের পরেরদিন তাদের দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে।