অবতক খবর,২৩ মে: কল্যাণী সগুনা মাতৃ মিশনের তরফ থেকে যে সেফ হোম তৈরি করা হয়েছিল তা আজ থেকে চালু হয়ে গেল। সেখানে রয়েছে মোট ১২টি বেড। ৮টি পুরুষদের জন্য এবং ৪টি মহিলাদের জন্য(২টি বেড ফ্রি থাকছে)। এছাড়াও সেখানে থাকছে অক্সিজেন পরিষেবা,অভিজ্ঞ ডাক্তারবাবু,নার্স,আয়া সহ সমস্ত উন্নতমানের পরিষেবা। এছাড়াও ডাঃ রতন ভট্টাচার্য্য এই সেফ হোমের ইনচার্জ। সুতরাং আক্রান্তরা যথেষ্ট ভালো পরিষেবা পাবেন বলে আশা করছেন শহরবাসী।