অবতক খবর, রাজকোটঃ অনুষ্টুপ মজুমদারের অপরাজিত ৫৮রান ১৩৪ বলে আর অপরাজিত থেকে অর্ণব নন্দীর ৮২ বলে ২৮ রানের সুবাদে সৌরাষ্ট্রের বিরুদ্ধে লড়াই এর ময়দানে বাংলা, রঞ্জি ট্রফির ফাইনালে। মহা অঘটনের মাঝেও বাংলার লড়াই এ ফিরে আসার পিছনে কোচ অরুণলালের ভূমিকা বাংলা শিবিরের কাছে অনেকটাই ‘এক্স ফ্যাক্টর’।

পিচ বিতর্ক, অধিনায়ক অভিমন্যু ঈশবরণের ভুল আউট আম্পায়ারিং এর দোষে, পিচ নিয়ে পত্র বোমা পিচ কিউরেটর মহেন্দ্র রাজদেবের  আর বাংলার কোচ অরুণলালের ‘পুওর উইকেট’ তত্ত্ব সবমিলিয়ে জমজমাট চিত্রনাট্য রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ ঘিরে।

পরতে পরতে চিত্রনাট্যের পট পরিবর্তন। পেন্ডুলামের মতো দুলে চলেছে ফাইনাল ম্যাচ। কিন্তু তাতে কি! আপাতত বাংলার সামনে ৩০ বছর পর রঞ্জি জয়ের হাতছানি, সৌজন্যে ‘ফাইটার লালের’ হার না মানা মানসিকতা । নার্ভের চাপ ধরে রেখে চতুর্থ দিনে বাংলা ৩৫৪ রান, ৬ উইকেটের বিনিময়ে, পিছিয়ে ৭১ রানে ।