আমি এগারো বছর আগেই সোজাসাপ্টা বলেছিলাম, আর কিছু হোক আর না হোক বঙ্গ সংস্কৃতির বারোটা বাজবেই। আমি যাদের বলেছিলাম তারা আমার সহযোগী, আমার এই কথার সাক্ষী। তারা আজ মিলিয়ে নিতে পারেন আমার সেইদিনের কথা।

বানান
তমাল সাহা

আমি জানিনা
পর্ষদের বানান নির্দেশিকায়
কাদের এত হইচই,এত ভয়?
যুক্তি যদি থাকতো,
নিতাম মেনে সুনিশ্চয়।

বানান বিভিন্ন হতেই পারে!
তাতে দোষ পড়বে কার ঘাড়ে?
সে তো বানানেরই দোষ।
সেই তো বলেছে
তৈ্রি করুন মানে বানান।
আমরাও লিখবো বানিয়ে বানিয়ে,
বিভিন্ন ধরনের বানান।

ভুলকে আরো করুন ভূল।
বঙ্গ সংস্কৃতির বারোটা বাজান।
যে রাজ্যে মহিলা প্রার্থীদের
দিতে হবে জরায়ুর পরীক্ষা,
সে রাজ্যের আছে কোন সম্মান?

এ রাজ্য আর কতদূর যাবে?
বঙ্গসংস্কৃতির ভরাডুবি হবে।
রবীন্দ্র নজরুল মাইকেল
বিদ্যাসাগর ভাবছে
তারা হাসবে না কাঁদবে?
না মূর্ছা যাবে!