অবতক খবর: গত ফেব্রুয়ারি মাসে রাজ্যপাল তাঁর প্রধান সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দিয়েছিলেন।এবার নিজের প্রেস সচিব শেখর বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে রাজ্য-রাজভবন সংঘাত নতুন মাত্রা পেতে চলেছে এমনটাই মত তথ্যভিঞ্জ মহলের।

মনে করা হচ্ছে, প্রেস সচিবকে সরিয়ে দিয়ে নবান্নকে বার্তা দিতে চাইছেন রাজ্যপাল। পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য-রাজ্যপালের দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছিল। রাজভবনে পিসরুম তৈরি করাই হোক, প্রাক্তন বিচারপতির নেতৃত্বে শান্তি সম্প্রীতির কমিটি গঠনের সিদ্ধান্ত ঘিরে এই টানাপড়েন বিশেষ মাত্রা নেয়। পঞ্চায়েত ভোটের সন্ত্রাসকবলিত এলাকা পরিদর্শনে যাওয়া থেকে শুরু করে সাংবাদিক বৈঠক করে রাজ্য সরকারের প্রশাসনিক কাজকর্ম নিয়েও প্রশ্ন তুলেছিলেন সিভি আনন্দ বোস।পাল্টা রাজ্যের মন্ত্রীরাও আক্রমণ শানিয়েছিল রাজ্যপালকে।জানা যাচ্ছে, শেখর বন্দ্যোপাধ্যায়কে তথ্য সংস্কৃতি দফতরে ফেরানো হয়েছে। আগে তিনি এই দফতরেই ছিলেন।