অবতক খবর,১৮ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল পূর্ব বর্ধমান:মা চামুণ্ডা মন্তেশ্বর গ্রামের ঐতিহ্যপূর্ণ গ্রাম্য দেবী। জাতি ধর্ম নির্বিশেষে সকলেই এই পুজোয় প্রত্যক্ষভাবে যোগদান করে। মন্তেশ্বর গ্রামের প্রায় পাঁচশো বছরের মা চামুন্ডা পূজা উৎসাহের সঙ্গে মহাসমারোহে হচ্ছে। মন্তেশ্বর গ্রামের সহ আশপাশ এলাকার গ্রামের মানুষজনদের উৎসাহ দেখা যায় চোখে পড়ার মতন।

মন্তেশ্বর গ্রামের বাসিন্দা তথা পূজা কমিটির কর্মকর্তারা সুব্রত হাজরা, খোকন রায়, নবগোপাল হাজরা ও পূজার পুরোহিত উত্তম চক্রবর্তী, বিশ্বজিৎ মুখার্জিরা জানান এই মা চামুন্ডার পূজা প্রত্যেক বছর বৈশাখ মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পূজার আগের দিন রাত্রিতে মা চামুণ্ডার বিবাহের মধ্য দিয়ে, পূজার দিন ঘাট পূজার মধ্যদিয়ে পূজা শুরু হয়। এই পূজা চলে চার পাঁচ দিন। পূজা উপলক্ষে মন্তেশ্বর গ্রামে যাত্রা, বাউল, পুতুল নাচ , অর্কেস্ট্রা, ও আলোকসজ্জা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গ্রামের প্রত্যেক বাড়িতে আত্মীয়-স্বজন আসে। মন্তেশ্বর গ্রাম সহ আশপাশের এলাকার গ্রামের মানুষজন সহ প্রত্যেকদিন পুজো উপলক্ষে পূজো তলায় পুজো দেখতে প্রায় ছয় থেকে সাত হাজার মানুষজন সমাগম হয়। এই পুজো উপলক্ষে গ্রামের পূজা প্রাঙ্গনে বড় মেলা বসে। এই মেলা চলে ১০ থেকে ১২ দিন । এই পূজার ৪-৫ দিন গ্রামের মানুষজন সহ আশপাশ এলাকার মানুষজন ও আনন্দের সঙ্গে দিন কাটায়। এই বছরও ধুম ধামের সহিত মহাসমারহে আনন্দ উৎসাহের সঙ্গে পূজা অনুষ্ঠিত হচ্ছে।