কৃষক বিদ্রোহ কোনদিকে মোড় নেবে, কৃষকরাই বলবে। রাষ্ট্র কৃষিবিরোধী বিল এনেছে, রাষ্ট্রের বিরুদ্ধে কৃষকের লড়াই। কৃষক যুঝে নিজের হক নিজে বুঝে নেবে।

প্রত্যাঘাত
তমাল সাহা

আমরা নিশ্চিত চাষা।
কিন্তু আমরা নিশ্চিত বুঝি
রাষ্ট্রীয় ভাষা।
স্থগিত ও প্রত্যাহার-এ পার্থক্য কোথায়
এ দুটির বর্ণসজ্জায়।

ন্যায়ালয় তো বুঝেছে
এটা কালাকানুন জনবিরোধী।
তবে কেন লেজে খেলানো কমিটি গঠন!
কৃষিবিরোধী এই বিল
লোকসাধারণের মরণ-বাঁচন।

বিশ্ব ইতিহাসে দীর্ঘ অবস্থান লড়াই
আমরা কালাকানুন প্রত্যাহার চাই।
যদি না মেটে দাবি
হাতে রাখা আছে প্রত্যাঘাত–
জেনে রাখুন সবাই।