অবতক খবর ,সম্পা ভট্টাচার্য , মালবাজার (জলপাইগুড়ি) :- থানার লক আপ থেকে চোর পালিয়ে যাবার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। বুধবার ভোরে মাল মহকুমার নাগরাকাটার থানার লক আপের ভেতর থেকে ভেন্টিলেটর ভেঙ্গে পালায় এক চোর। যদিও এদিন দুপুরের মধ্যেই চম্পাগুড়ি এলাকা থেকে চোরকে ফের ধরে ফেলে পুলিশ।

জানা গিয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে নাগরাকাটা বাজারের একটি মন্দিরে বেশ কয়েকজন দুষ্কৃতি চুরি করতে ঢোকে। সেই সময় স্থানীয় বাসিন্দারা টের পেয়ে গেলে সেটা বুঝতে পেরে তিনচার জন পালিয়ে যায়।

কিন্তু মন্দিরের ভেতরে একজনকে ধরে ফেলে বাসিন্দারা। এরপরই পুলিশ এসে চোরটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।কিন্তু বুধবার সকালে দেখা যায় ভোর বেলায় লকআপের ভেন্টিলেটর ভেঙ্গে চোর পালিয়েছে। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পরে।খোঁজখবরের পর অবশ্য চোর ধরা পড়ে যায়।