অবতক খবর,১৪ এপ্রিল,জ্যোতির্ময় মন্ডল, পূর্ব বর্ধমানঃ প্রতিবন্ধী সনাক্তকরণ শিবির অনুষ্ঠিত হলো মন্তেশ্বরে । মন্তেশ্বর কাদম্বিনী ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র চত্বরে শিবিরটি অনুষ্ঠিত হয়েছে।

কালনা মহকুমা হাসপাতাল থেকে আসার চিকিৎসকরা শিবিরে উপস্থিত মানুষজনের চিকিৎসা করেছেন। মন্তেশ্বর ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ সাদ্দাম হোসেন বলেন,

দুয়ারে সরকারের শিবিরে পড়া আবেদনের পরিপ্রেক্ষিতে এই শিবিরের আয়োজন। হাত ,পা, চোখ, কান সহ শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গের সমস্যা মানুষজনের চিকিৎসা করা হয়েছে। প্রতিবন্ধী শনাক্ত হওয়া মানুষজনকে দুই একদিনের মধ্যেই শংসাপত্র প্রদান করা হবে।