অবতক খবর,১৪ এপ্রিলঃ আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে মুর্শিদাবাদের গ্রামীণ এলাকাতে যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষ্যে পাকা সড়ক নির্মাণের দিকে বিশেষ নজর দিল রাজ্য সরকার। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ-২ নম্বর ব্লকের সেকেন্দ্রা গ্রামপঞ্চায়েতের অন্তর্গত নবকান্তপুর থেকে শ্রীধরপুর ভায়া ভাঙড়পাড়া ২কোটি ৭২লক্ষ্য ৭৬৬টাকা ব্যায়ে প্রায় ৫কিমি রাস্তা পিচ ও কংক্রিট রাস্তার শুভ শিলান্যাস করেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান। ইসলাম ধর্মালম্বী মানুষদের চলছে পবিত্র মাহে রমজানের মাস। ভোর রাত্রে শেহেরি খাওয়ার পর মানুষ ঘুমিয়ে থাকে। ঠিক সেই সময় চুপিসারে জিসিপি দিয়ে ভাঙড়পাড়ার রাস্তার ইট তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঠিকাদারের বিরুদ্ধে।

স্থানীয়দের অভিযোগ সকাল সকাল জিসিপি দিয়ে ইট তুলে নিয়ে যায় ঠিকাদার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের দাবী ইটের যে সলিং রয়েছে তার উপরে পিচ বা কংক্রিট ডালাইয়ের কাজ করা হোক। স্থানীয়দের আরও দাবী এই ইট যদি তুলতেই হয় তাহলে গ্রামেরই কোন উন্নয়নের কাজে লাগানো হোক।