অবতক খবর,১৪ এপ্রিলঃ আবারো মৃত্যু হল পরিযায়ী শ্রমিকের সিকিমের গ্যাংটকে কাজ করতে গিয়ে পাহাড়ের ধস নেমে মৃত্যু হল এক তর তাজা যুবক শ্রমিকের।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের অন্তর্গত রামগঞ্জ ১ নং গ্রাম পঞ্চায়েতের কদমগাছি গ্রামের এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হল ছেলেটির নাম সাত্তার আলি।

তার বয়স আনুমানিক (২০) বছর । পরিবার সূত্রে জানা যায় সে সিকিমের গ্যাংটকে রাজমিস্ত্রি হেলপারের কাজ করতে গিয়েছিল। যাওয়ার মাত্র 25 দিন হয়। তিনি রাজমিস্ত্রির হেলপারের কাজ করতেন। কাজে যাওয়ার সময় পাহাড়ের চূড়ায় ধোস নামে আসে এই ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সে যুবকের । তার সাথে আরো তিনজন গুরুত্র আহত হয় তাদের গ্যাংটক মনিপাল হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানাযায়। কদমগাছির সাত্তার নামে যুবকের মৃত দেহ বৃহস্পতিবার রাত ৯টার সময় নিয়ে আসে । মৃতের পরিবারের সাথে দেখা করলেন তৃণমূল কংগ্রেসের ইসলামপুর ব্লকের সহ-সভাপতি মোহাম্মদ বুধু রামগঞ্জ একনং গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ইয়াসিন আলী তার পরিবারের সাথে কথা বলে আশ্বাস দেন রাজ্য সরকারের পরিযায়ী শ্রমিকের যে আর্থিক অনুদান করা হয় তার ব্যবস্থা করে দেওয়ার।

এই ঘটনা ঘটতে না ঘটতেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।