অবতক খবর :: সিঙ্গুর :: ২১ জুন ::    সূর্যগ্রহণ চলাকালীন হবে না সিঙ্গুরে ডাকাত কালী মন্দিরে পুজো। গ্রহনের আগে পুজো ও আরতি সম্পন্ন করে নেওয়া হয়। গ্রহণ শুরুর সাথে সাথে মন্দিরের দরজা বন্ধ হয়ে যাবে। গ্রহণ শেষের পর মায়ের নিত্য ভোগের জন্য খিচুড়ি, পাঁচ প্রকারের ভাজা রান্নার পর মাকে ভোগ দেওয়া হয়।

মন্দিরের সেবাইত সুভাষ চন্দ্র ব্যানার্জী জানান, “বংশ পরম্পরা মেনে এই রীতি চলে আসছে। গ্রহণের আগেই পূজার্চনা রীতি সম্পন্ন করে রাখা হয়। গ্রহণ সমাপ্ত হবার পরই পুনরায় মন্দিরের কাজ শুরু হয়। এটাই আমাদের পরম্পরা। “