রাজপথে নামবে না রথ,মন্দির প্রাঙ্গনেই জগন্নাথের নবযৌবন উৎসব

অবতক খবর :: মাহেশ :: ২১জুন ::   আগামী পরশু ঐতিহাসিক মহেশের রথযাত্রা। আগে আজ দুদিন আগে প্রভু জগন্নাথ দেবের নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এবছর সারা বিশ্বজুড়ে করোনার মহামারীর প্রকোপে সমস্ত কিছু থমকে গেছে। এর প্রভাব পড়েছে মন্দিরগুলিতেও। প্রশাসনের নির্দেশে সামাজিক দূরত্ব মেনে সমস্ত অনুষ্ঠান হচ্ছে। দেশের বৃহত্তম রথযাত্রা পুরীর রথযাত্রা সুপ্রিম কোর্টের নির্দেশে স্থগিত হয়ে গেছে।

ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা মাহেশের রথের চাকাও এবছর রাজপথে চলবে না। মন্দির কর্তৃপক্ষ গত একমাস আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন এবারে স্নানযাত্রা উৎসব মন্দির প্রাঙ্গণে হবে। সেই মতো গত ১৫ দিন আগে সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হয়েছে। তারপরে ১৫ দিন বন্ধ ছিল মন্দির। আজ আবার আবার সেজে উঠেছেন নব যৌবনে। সেই নবযৌবন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আজকে সকাল থেকেই । কিছু কিছু ভক্ত হাজির তাদের মনষ্কামনা পূরণের বাসনায়। এ বিষয়ে মন্দিরের প্রধান সেবাইত সৌমেন অধিকারী জানান,” ৬২৪ বছরের ইতিহাসে এই প্রথম বার মহেশের রথের চাকা এবং সবকিছুই স্তব্ধ হয়ে গেছে। প্রশাসনের নির্দেশ মেনে মন্দিরে পূজা অনুষ্ঠান স্নান যাত্রা ও রথ যাত্রা মন্দির প্রাঙ্গণে করা হচ্ছে। এর জন্য আমরা লক্ষ লক্ষ ভক্ত কুলের কাছে ক্ষমাপ্রার্থী। সভ্যতাকে বাঁচিয়ে রাখতেই আমাদের এই নির্দেশ মেনে চলা উচিত। “