অবতক খবর,৩ জুন: মাধ‍্যমিক :2022

এই বছর প্রথম হয়েছেন ২ জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই। বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম। নম্বর পেয়েছেন ৬৯৩।

৬৯২ পেয়ে যুগ্ম দ্বিতীয়
৬৯২ নম্বর পেয়ে যুগ্ম দ্বিতীয় হয়েছেন মালদহের কৌশিকী সরকার এবং পশ্চিম মেদিনীপুরের রৌনক মণ্ডল।

পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি
এ বছরের মাধ্যমিকে ছাত্রদের তুলনায় ছাত্রীদের সংখ্যা ১১ শতাংশ বেশি। এ বছর পূর্ব মেদিনীপুরে সাফল্যের হার সবচেয়ে বেশি। ৯৭.৬৩ শতাংশ।

পাশের হারে দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং। সেখানে পাশের হার ৯৪.২৭ শতাংশ। তার পরে রয়েছে পশ্চিম মেদিনীপুর। এই জেলায় পাশের হার ৯৪.৬২%। কলকাতা-৯৪.৩৬%, ঝাড়গ্রাম-৯২.০৭%, উত্তর ২৪ পরগনা-৯১.৯৮%, দক্ষিণ ২৪ পরগনা-৮৯.৬১%,

মালদহ-৮৭.১১%

যুগ্ম ভাবে তৃতীয় হয়েছেন অনন্যা এবং দেবশিখা
৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।

এ বারে পরীক্ষায় চতুর্থ হয়েছে অভিষেক দত্ত। ৬৯০ পেয়েছে সে। শ্রুতর্ষি ত্রিপাঠি, কলকাতার পাঠভবন স্কুলের ছাত্রও ৬৯০ পেয়ে চতুর্থ হয়েছে।

পঞ্চম স্থান অধিকার করেছে ১১ জন। বর্ধমান বিদ্যার্থী ভবনের সাবিনা ইয়াসমিন পঞ্চম স্থানে রয়েছে। আবার ঝাড়গ্রামে পৌলমী বেরাও পঞ্চম স্থানে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৯।

ষষ্ঠ স্থান অধিকার করেছেন ৬ জন। হুগলির নিরুপম দাস ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আরামবাগের সম্পূর্ণা নন্দী ৬৮৮ পেয়ে ষষ্ঠ। আসানসোলের সৈকতকুমার গঙ্গোপাধ্যায় ৬৮৮ পেয়ে ষষ্ঠ। পূর্ব মেদিনীপুরের প্রতীক মাইতি ৬৮৮ পেয়ে ষষ্ঠ।

১০ জন সপ্তম স্থান অধিকার করেছেন। কোচবিহারের অনন্য দেব সপ্তম স্থান অধিকার করেছেন। বালুরঘাট হাইস্কুলের সৌগত ঘোষ সপ্তম স্থান অধিকার করেছেন। মেদিনীপুরের রনিত সাউ সপ্তম স্থান অধিকার করেছেন। বাঁকুড়ার সিঞ্চন দত্ত ৬৮৭ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছেন।

কৃষ্ণপুর হাইস্কুলের ব্রাত্য বসু অষ্টম স্থান অধিকার করেছেন। সিউড়ির মৃত্যুঞ্জয় মণ্ডল অষ্টম স্থান অধিকার করেছেন। বীরভূমের মধুরিমা দে ৬৮৬ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন। বাঁকুড়ায় অনিমেষ নায়েক ৬৮৬ পেয়ে অষ্টম স্থান অধিকার করেছেন। পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের অভ্র চট্টোপাধ্যায় অষ্টম স্থান অধিকারী। এ বারে অষ্টম স্থানাধিকারীর সংখ্যা ২২ জন।

নবম স্থানে রয়েছে ১৫ জন পড়ুয়া।

৪০ জন রয়েছে দশম স্থানে। ১ থেকে দশে রয়েছেন ১১৪ জন পড়ুয়া।

মার্কশিট বিতরণ শুরু হবে বেলা সাড়ে বারোটা নাগাদ। তবে সকাল ১০ টা থেকে অনলাইনে দেখা যাবে রেজাল্ট। কোন কোন ওয়েবসাইটে ফল দেখা যাবে রেজাল্ট? জানা গিয়েছে, www.wbbse.wb.gov.in, http://wbresults.nic.in, www.exametc.com, http://abpananda.abplive.in, www.schools9.com সহ মোট ১৪ টি ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট। এছাড়াও এসএমএসের মাধ্যমে দেখতে পাওয়া যাবে রেজাল্ট। তার জন্য WB10 লিখে স্পেস দিয়ে নিজের রোল নম্বর পাঠাতে হবে ৫৬৭৬৭৫০ নম্বরে। এছাড়া www.exametc.com-এ প্রি রেজিস্ট্রার করতে পারেন নিজের রোল নম্বর। সেক্ষেত্রে রেজাল্ট এসএমএস মারফত পৌঁছে যাবে আপনার মোবাইলে।


মাধ্যমিকে প্রথম- অর্ণব ঘোড়ই (বাঁকুড়া), রৌণক মণ্ডল (বর্ধমান)-৬৯৩
দ্বিতীয়- কৌশিকী সরকার, রৌণক মণ্ডল
তৃতীয়-অনন্যা দাশগুপ্ত
চতুর্থ- অভীক দাস, অভিষেক গুপ্ত, শ্রুতর্ষি ত্রিপাঠী (কলকাতা)
পঞ্চম- দেবদত্ত কুণ্ডু, সুরজিৎ সাহা, আর্জিনি সাহা, অনিন্দ্য সাহা, সামিয়া ইয়াসমিন, পৌলমী বেরা,
ষষ্ঠ- নিরুপম দাস, সম্পূর্ণা নন্দী, শ্রীজিতা গোস্বামী, সৈকত কুমার গঙ্গোপাধ্যায়, প্রতীক মাইতি

সপ্তম- অনন্য দেব, শ্রীজিতা মজুমদার, সৌগত ঘোষ, জ্যোতির্ময় মণ্ডল, সোহম নায়েক, রনিত সাউ, শাশ্বত সেন, সিঞ্চন দত্ত
অষ্টম (২২)- পারভিন, রনি বর্মন, অরুণিমা সিকদার, ব্রাত্য বসু, বৃষ্টি পাল, সৌম্যদিপ্ত কোনার, মৃত্যুঞ্জয় মণ্ডল, মধুরিমা দে, সৌমাল্য নিয়োগী, দেবমাল্য নিয়োগী, শ্রেয়সী ভুঁইয়া, অনিমেষ লায়েক, অভ্র চট্টোপাধ্যায়, ঈশিতা সামন্ত, অনিশ ঘড়াই, সায়ন দেবনাথ, শাশ্বত নাইয়া, সোহম পাল

নবম (১৫)- বিশ্বজিৎ মণ্ডল, স্বরূপ কর্মকার, সৌরভ দে, অঙ্কুর ঘোষ, সাহেব দাস, সূরয ঘোষ, পার্থিব কোটাল, দ্বৈপায়ন সাহা
দশম (৪০)- সমৃদ্ধি দে, বিতান চক্রবর্তী, রূপম কর্মকার, অমৃতাভ পাল, রিফা তামান্না, প্রত্যুষা কুণ্ডু, সৌমিক ধাওয়াই, মহম্মদ শামিক, সৌনক বন্দ্যোপাধ্যায়, শেখ আজহার, অঙ্কন ঘোষ, নীলাদ্রি মণ্ডল, সোহম কোনার, সানন্দা রায়, আফরিন খাতুন, সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়, সৌম্য মণ্ডল, অয়ন কুমার পাল, অরিত্র মণ্ডল, অনুষ্কা পাহাড়ি, প্রত্যুষা মিত্র, অর্ঘদীপ মাইতি, সৌম্যদীপ গিরি, সৌনক প্রামানিক, আলেখ্য বর, তনিষ্ঠা দাস, সৌম্যদীপ সেন, অশোক বিশ্বাস

2023 সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 23 ফেব্রুয়ারি।
শেষ হবে 4 মার্চ।